• ঢাকা
  • শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

আন্তঃধর্মীয় সম্প্রীতির সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় নেতাদের অঙ্গীকার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে। কোনো ধর্মই হিংসার শিক্ষা দেয় না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের লক্ষ্য একটি এমন সমাজ গড়ে তোলা, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি, এবং বোঝাপড়া প্রতিষ্ঠিত হবে। আমরা সামাজিকভাবে যো কোন অন্যায় মোকাবেলা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একসঙ্গে কাজ করবো।

শনিবারে (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুওর্স পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা)’র আয়োজনে ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহায়তায় এক অভিজাত হোটেলে আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

এসময়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে আন্তঃধর্মীয় উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করা হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা আন্তঃধর্মীয় সম্প্রীতির অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ পুরো জেলায় বাস্তবায়ন করতে হবে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা’র নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরআই এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। এসময়, প্যানেল আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান, জাতীয় ইমাম পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোস্তাক আহমেদ, মডেল মসজিদের ইমাম মো. জয়নুল আবেদীন, ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জয়শঙ্কর চক্রবর্তী, ব্রাহ্মণ সংসদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি খোকন কান্তি আচার্য্য, সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য্য এবং ব্রাহ্মণবাড়িয়া ব্যাপ্টিস্ট চার্চের প্রাক্তন পালক রবার্ট বিজন ঘোষ।

এসময় কর্মশালায় ধর্মীয়নেতা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রূপসা দেশের গুরুত্বপূর্ণ ১৬ টি জেলায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় এই ধরণের কর্মশালা আয়োজন করবে। ব্রাহ্মণবাড়িয়ায় ১২তম জেলা হিসেবে এই কর্মশালা আয়োজিত হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর