• ঢাকা
  • রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

আফ্রিকায় ডাকাতির শিকার বাংলাদেশি ভ্রমণকন্যা আজমেরী

কুমিল্লা জার্নাল

নিজস্ব প্রতিবেদক:

কাজী আসমা আজমেরী।বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে ১১৯ দেশ ভ্রমণ করা খুলনার মেয়ে কাজী আসমা আজমেরী দক্ষিণ আফ্রিকায় ডাকাতির শিকার হয়েছেন। গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ১২০তম দেশ বতসোয়ানা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে জোহানেসবার্গের ট্রাফিক সিগনালে এ দূর্ঘটনার শিকার হন তিনি।

আজমেরি বলেন, ১২০তম দেশ বতসোয়ানা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলাম। জোহানেসবার্গে ট্রাফিক সিগন্যালে হঠাৎ করে চারজন বন্দকধারী এসে ট্যাক্সি থামান। গাড়ির দরজা খুলে তারা আমার সব টাকা, ফোন, পেছনের সিট ব্যাকপ্যাক, ক্যামেরা, জ্যাকেট, গ্রিন টি-শার্ট, বাংলাদেশের জাতীয় পতাকা, ও পাসপোর্টসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। পরে অনেক আকুতি-মিনতি করার পর তারা আমার পাসপোর্ট ফেরত দেয়।

সবকিছু হারিয়ে ভ্রমণকন্যা আজমেরী একেবারে নিঃস্ব হয়ে গেছেন। স্থানীয় কয়েকটি পরিবারের সহায়তায় জোহানেসবার্গ থেকে কেপটাউনে গেলেও বেশ অর্থকষ্টে আছেন তিনি।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিশ্বভ্রমণে বের হয়ে এর আগে জেল খাটাসহ বিভিন্ন বাধা বিপত্তির শিকার হয়েছেন আজমেরী।

কুমিল্লা জার্নাল.কম/মুন্না

আরও পড়ুন