হোসাইন মোহাম্মদ দিদার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বর্নির্ভর খাদ্যউৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন,তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার।
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে অক্ষরে অক্ষরে পালন করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তার শাসনামলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, রিমিটেন্স প্রবাহ বেড়েছে বহুগুন,রিজার্ভ রেকর্ড গড়েছে,পদ্মাসেতুর মতো অসাধ্য কাজও তিনি দৃঢ়চেতা মনোবলে সম্পন্ন করেছেন।
তার সরকার কৃষিবান্ধব সরকার, কৃষিতে আমরা আজ ব্যাপক সফল।বলা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে কৃষি বিপ্লব ঘটিয়েছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে —উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী
মঙ্গলবার বিকালে উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ভুট্টা কাটার ‘হারভেস্ট মেশিন’ উদ্বোধনকালে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
এগ্রো একর্সের সিইও মেজর(অব.) শহীদ জানান, হারভেস্ট মেশিনের মাধ্যমে ভুট্টা কাটা হলে কৃষকের আয় বেশি হবে কারণ এতে কৃষকদের শ্রমিকব্যয় ও অন্যান্য খরচ বাঁচে।
তিনি আরও বলেন, এই মেশিনের মাধ্যমে ভুট্টা গাছ, পাতা ও ভুট্টাসহ একত্রে মিশ্রণ হয়ে যায়, যা দিয়ে গো-খাদ্য তৈরী করা হয়। এবং গরুর জন্য এটি অত্যান্ত প্রোটিন সমৃদ্ধ খাবার।
ইতিমধ্যে আমাদের বন্ধুপ্রতীম দেশ ভারতে এই হারভেস্ট মেশিন বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এসময় সঙ্গে ছিলেন —পৌরসভা কাউন্সিলর রকিবউদ্দীন রকিব, এগ্রো একর্সের এডমিন দেওয়ান মেজবাহ।
আপনার মতামত লিখুন :