• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

ইউক্রেনে হেলিকপ্টার দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ইউক্রেনে রাজধানী কিয়েভের কাছে এক হেলিকপ্টার  দুর্ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কিসহ মোট ১৬ জন নিহত হয়েছেন

বুধকার স্থানীয় সময় সকালে কিয়েভের একটি উপশহর ব্রোভারির আবাসিক এলাকায় একটি শিশুদের স্কুলের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

এতে নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মনাস্টিরস্কি ছাড়াও তার ডেপুটি, মন্ত্রণালয়ের আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কিন্ডারগার্টেন স্কুলের তিনটি শিশু রয়েছে  বলে খবরে বলা হচ্ছে।

নিহতের সংখ্যা প্রথমে ১৮ জন বলা হলেও পরে তা ১৬ বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

মি. মনাস্টিরস্কি এবং অন্যরা হেলিকপ্টারে করে এমন একটি জায়গায় যাচ্ছিলেন যেখানে যুদ্ধ চলছে।  তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে সেদেশে রুশ অভিযানের পর থেকে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের  ব্যাপারে তথ্য জানাতেন।

এখন পর্যন্ত এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে ।

এ ঘটনায় নিহতদের মধ্যে হেলিকপ্টারের আরোহীদের সবাই আছেন এবং বাকিরা মাটিতে ছিলেন। হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর স্কুল ভবনটির আশপাশে আগুন ধরে যায়।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত স্বরাষ্ট্রমন্ত্রী মনাস্টিরস্কি (বামে) এবং ডেপুটি মন্ত্রী ইয়েভেন ইয়েনিন

“ঘটনার সময় আবহাওয়া কুয়াশাচ্ছন্ন ছিল এবং বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভবনগুলোতে আলো জ্বলছিল না” – বিবিসিকে জানিয়েছেন  একজন স্থানীয় বাসিন্দা।

ইউক্রেনের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে হেলিকপ্টারের নয় জন আরোহীদের মধ্যে ছয় জন ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাকি তিনজন ক্রু।

নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মনাস্টিরস্কি ছাড়াও আছেন ফার্স্ট ডেপুটি মিনিস্টার ইয়েভের ইয়েনিন এবং স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচ।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি কিয়েভের একটি উপশহরে একটি স্কুলের পাশে ভেঙে পড়ে

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর  কিন্ডারগার্টেন ভবনটির কাছে আগুন জ্বলছে।

জ্বলন্ত একটি ভবনের বাইরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

স্কুলটির একজন শিক্ষক বলেন, তারা প্রথম উড়ন্ত কিছুর আওয়াজ শোনেন, তারপর হঠাৎ করেই তা থেমে যায়, দেখা যায় আগুনের ঝলক এবং শোনা যায় বিস্ফোরণের শব্দ।

এ ঘটনায় আহত মোট ২৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনাকে এক ‘মর্মান্তিক ট্রাজেডি’ বলে বর্ণনা করেছেন।

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর