• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুন, ২০২২
সর্বশেষ আপডেট : ১৫ জুন, ২০২২
Designed by Nagorikit.com

ইভিএমের ধীরগতির অভিযোগ দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর

কুমিল্লা জার্নাল

রুবেল মজুমদার।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেন ভোটের পরিবেশ ভালো। তবেইভিএমে ধীরগতিতে ভোট গ্রহণ চলছে।

কুমিল্লা সিটি নির্বাচনের মেয়র পদে বিজয়ী মনিরুল হক ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন। নগরীর হোচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

এছাড়া সকাল ৮টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের ভোট দেন নিজাম উদ্দিন কায়সার।তিনি বলেন বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।’

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, নয়টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী এবং ২৫টি ওয়ার্ডে ১০৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ড ৫ ও ১০নং ওয়ার্ডে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা দুইজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর