
ডেস্ক রিপোর্ট।।
ইয়ুথ এইড সোসাইটি ও এম কে ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
ফেনীর দাগণভূঁঞা, রাজাপুর বাজারে প্রায় ৫ শতাধিক মানুষকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার ও ওজন নির্ণয় করা হয়েছে।
এসময় ক্যাম্পেইনে আসা রিপা আক্তার বলেন, উদ্যোগটি আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। এমন সেবামূলক কাজ প্রশংসার দাবি রাখে। মানুষ ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড প্রেসার নির্ণয় ও ওজন নির্ণয় করতে ডাক্তারের কাছে গেলে তার বিনিময় টাকা প্রদান করতে হয় কিন্তু এখানে বিনামূল্য সেসব সেবা দেয়া হয়েছে। যা আমাদের জন্য খুবই আনন্দের। আমরা সব সময় এসব সংগঠনের মঙ্গল কামনা করি।
সেবাগ্রহীতা নুরুল ইসলাম বলেন, জেলা শহরের বিভিন্ন হাসপাতালে রক্তের গ্রুপ পরিক্ষা, ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা, ওজন নির্ণয় করতে গেলে ২০০/৩০০ টাকা দিতে হয়। আপনারা বিনামূল্যে নির্ণয় করছেন, এটি আমাদের জন্য ভীষণ উপকার হয়েছে। সময়ের সেরা উদ্যোগ বলা যায় এমন আয়োজনকে।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সামছুল আলম রাজন এবং সার্বিক সহযোগিতা করেন সুজন কোম্পানি।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :