নিজস্ব প্রতিনিধি।।
অদ্য ১৭ই ফেব্রুয়ারি’২৪ শনিবার বিকাল ৩.০০টায় নগরীর আইসিএবি মিলনায়তনে নগর সভাপতি রবিউল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াজির সঞ্চালনায় নগরীর পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ ও দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ ব্যাপী যে চরম বিপর্যয় দেখা দিয়েছে তা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমি আশা করবো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সদস্য ছাত্র আন্দোলনের এ লক্ষ অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রবিউল ইসলাম মিয়াজি বলেন, দেশের কোথাও আজ ন্যায় বিচার নেই, যে যার মত করে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলারও লোকও এখন খুজে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। শিক্ষাঙ্গণগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। পাঠ্যক্রমে দেশীয় বোধ-বিশ্বাস ও ইসলামি তাহজিব-তামাদ্দুম বিরুধী শিক্ষা প্রণয়ণ করে জাতিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এমতাবস্থায় আমাদেরকে এসবের বিরুদ্ধে অনেক বেশি সোচ্চার হতে হবে। প্রতিটি ক্যাম্পাস, পাড়া-পাড়া-মহল্লা থেকে এসবের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে, আমাদের কুমিল্লা মহানগর কমিটির প্রত্যেকটা সদস্যকে সে লক্ষে কাজ করে যেতে হবে।কুমিল্লা নগরীর প্রতিটি শিক্ষার্থীর নিকট ইসলামী শাসন ব্যবস্থা ও ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ নিয়েই আমাদের পথ চলতে হবে।
বক্তব্য শেষে তিনি মহানগর কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করেন,
সাংগঠনিক সম্পাদক: ইউসুফ ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক: এনামুল হক, দাওয়াহ সম্পাদক: হুসাইন আহমাদ শিহাব, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: মাহদী হাসান সাদী, প্রকাশনা ও দফতর সম্পাদক: আব্দুল্লাহ আল-মেহেদী, অর্থ ও কল্যাণ সম্পাদক: তাওহীদুল ইসলাম পারভেজ, বিশ্ববিদ্যালয় সম্পাদক:মাইনুদ্দীন রিফাত, কওমী মাদ্রাসা সম্পাদক: উমায়ের আহমদ শামিমী, আলিয়া মাদরাসা সম্পাদক: নাজিম উদ্দীন, স্কুল ও কলেজ সম্পাদক: সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: জোবায়ের আশ্রাফী, এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম।
উল্লেখ্য গত ৮ই ফেব্রুয়ারী’২৪ নগরস্থ ইয়াম্মী পার্টি সেন্টারে আয়োজিত নগর সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী কুমিল্লা মহানগরীর সভাপতি হিসেবে রবিউল ইসলাম মিয়াজি, সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল-মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে ইয়াছিন মিয়াজির নাম ঘোষণা করেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :