• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

ইসি গঠনে ১০ নাম চূড়ান্ত

কুমিল্লা জার্নাল

নিউজ ডেস্ক।।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি। আগামী ২৪ ফেব্রুয়ারি বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নাম হস্তান্তর করবে সার্চ কমিটি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এদিন বিকাল সাড়ে ৪টায় সপ্তম ও শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। আগামী ২৪ ফেব্রুয়ারি গণভবনে গিয়ে কমিটি এই তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন।

উল্লেখ্য, অনুসন্ধান কমিটির প্রস্তাবিত ১০ জন থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চার জন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। গঠিত হবে নতুন নির্বাচন কমিশন। যে কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন পরিচালনা করবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর