জাহিদ হাসান নাইমঃ
আজ ১৬ ই আগষ্ট (মঙ্গলবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ-ইউনিট’ অর্থাৎ ‘বিজ্ঞান বিভাগের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় চবি’র সবুজে ঘেরা পাহাড়ী ক্যাম্পাস। এ বছর বিজ্ঞান বিভাগের ১২১২ টি আসনের জন্য লড়াই করছে ৭০ হাজার ২০৭ জন। প্রতি আসনের বিপক্ষে লড়বে, ৫৮ জন (প্রায়)।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হয়, ‘পাহাড়ী ক্যাম্পাস’। আর প্রতি বছরই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করে থাকে এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি। জানা যায়, দূর থেকে আগত শিক্ষার্থীদেরকে রাতে থাকার সুব্যবস্থাও করে দিয়েছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ইউনিটের আজকের (১৬ ই আগষ্ট) ভর্তি পরীক্ষা মোট দুই শিফটে অনুষ্ঠিত। প্রথম শিফট, সকাল ৯ঃ৪৫ মিনিটে, এবং ২য় শিফট দুপুর ২ঃ৪৫ এ অনুষ্ঠিত হয়। আর এরই মধ্য দিয়ে সম্পন্ন হয়, চবি’র এ ইউনিট ভর্তি পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৭ কর্মদিবসের মধ্যেই ফলাফল দেয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :