স্টাফ রিপোর্টার।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান,গৌরবজনক রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশেপদক-২০২২’ প্রাপ্ত দেশবরেণ্য কবি কামাল চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ডকলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদএমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকমুজিব এমপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও জাতির পিতারজন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী, সরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ্ আল মাসুদ, মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা.এইচ আর হারুনুর রশিদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সালাম, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ওঅর্থনীতি) মোহাম্মদ আব্দুর রহিম
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এর সভাপতিত্বে ওজেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যেবক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, এফবিসিসিআই পরিচালকসৈয়দ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীরহোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যানএবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষশীব প্রসাদ দাসগুপ্ত, চিওড়া সরকারী কলেজের অধ্যক্ষ আবু নাছের খাঁন, সুপ্রীম কোর্টেরআইনজীবি আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, হাজী জানে আলম ভূঁইয়া,বিজয়করা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়করা স্কুল এন্ড কলেজের আইসিটি ভবন নির্মাণ কাজেরভার্চুয়ালী উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিসহ আগত অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :