
সাইদুলহক চৌদ্দগ্রাম প্রতিনিধি:-
সকালে কর্ম ক্ষেত্রে যাওয়ার সময় ঢাকা চট্টগ্রাম মহা সড়কে চিওড়া পুরাতন ব্রিক্সের সামনে বেপরোয়া গতিতে আসা একটি কাভারভ্যানের সজোরে ধাক্কায় গুরুতর আহত হয় সাইকেল আরোহী সোহেল (২০) ।এতে সাইকেলে আরোহী রাস্তার পাশে ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় পাঠানো হয়।
জানা যায় আহত সোহেল চিওড়া ইউনিয়নের সুজাতপুর মিয়াজী বাড়ির সৈয়দ আহমদের ছেলে।
প্রতিদিনের মতই সে রাজমিস্ত্রীর কাজে বের হয়েছে। আজ সকাল ভোর আনুমানিক ৮টার দিকে চিওড়া পুরানত ব্রিকস এর পাশে এই দূর্ঘটনার কবলে পতিত হয়।
ধাক্কা দেয়া গাড়ি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :