• ঢাকা
  • শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

কুবিতে ‘বিজয় দিবস ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত 

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নাজনীন আক্তার,কুবি প্রতিনিধি:

 

মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় ‘বিজয় দিবস ম্যারাথন-২০২১’। ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল তিনটায় বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

 

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে এ ম্যারাথনটিতে। ম্যারাথনটি বিজয়পুর রেলক্রসিং থেকে শুরু হয়ে রাজার খোলা, সিসিএন কলেজ মোড় ও আনসার ক্যাম্প হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শেষ হয় ।

ম্যারাথনে অংশগ্রহণকারী পুরুষ বিভাগে প্রথম হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সোহাগ আকন্দ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ফখরুল ইসলাম এবং বাংলা বিভাগের মোর্শেদ। নারী বিভাগে প্রথম হয়েছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদিতি সরকার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তাহমিনা এবং আঞ্জু আক্তার।

ম্যারাথন শেষে বিজয়ের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মােহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাে. আসাদুজামান, রেজিস্টার ড. মাে. আবু তাহের, কুমিল্লা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মো. কামাল উদ্দিন।

কুমিল্লা জার্নাল.কম

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর