• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জুন, ২০২২
সর্বশেষ আপডেট : ১৩ জুন, ২০২২
Designed by Nagorikit.com

কুবির প্রধান ফটকের সামনে একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুর

কুমিল্লা জার্নাল

 

নাজনীন নৈশি
কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু লোক এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুরের ঘটনা

এ ব্যাপারে সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান বলেন, আমি ক্যাম্পাসের ভেতরে ছিলাম। এর মধ্যে কিছু ছেলে গেইট থেকে আমাদের গাড়ি সরিয়ে নিতে বলে৷ এর কিছুক্ষণ পরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

কেন ভাঙচুর করা হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, ইলেকশনের আগে কেন এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী উমর সিদ্দিকী রানা বলেন, ঘটনা যেটা ঘটেছে তা কাম্য নয়। তদন্ত করে এই বিষয়ে কে বা কারা জড়িত তা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর