• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ২৯ এপ্রিল, ২০২২
Designed by Nagorikit.com

কুবি গবেষণা সংসদের আহ্বায়ক কমিটি গঠিত

কুমিল্লা জার্নাল

 

নাজনীন নৈশি
কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (কুবিগস) ১৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সংগঠনের মডারেটর ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসের স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়।

এ আহ্বায়ক কমিটিতে আছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নিরুপমা রয়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রাকিন মাহতাব বনি, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ আল-আমিন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাইফুল আলম, ইংরেজি বিভাগের মোহাম্মদ আরিফুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ রাকিবুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের তামান্না আক্তার, লোক প্রশাসন বিভাগের
রোকেয়া আক্তার, ইংরেজি বিভাগের
সাবিরা সুলতানা, পরিসংখ্যান বিভাগের ইমরুল এহসান, নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া, আইন বিভাগের
মাইশা রহমান রোদিতা, নৃবিজ্ঞান বিভাগের ফারহানা ইসলাম, মার্কেটিং বিভাগের মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিহাব উদ্দিন হিমেল, ম‍্যানেজমেন্ট বিভাগের মেহেদী হাসান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জুবায়দা ফৌজিয়া নদী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাফিই আহমেদ। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কুবিগসের নতুন আহ্বায়ক কমিটি তাদের পরবর্তী কার্যক্রম হিসেবে উল্লেখ করেছে- সামনের এক থেকে দুই মাসের মধ্যে গবেষণামনস্ক শিক্ষার্থী সংগ্রহ, গবেষণার জরিপ পরিচালনা, নির্বাহী কমিটি গঠন এবং গবেষণা সংসদের আনুষ্ঠানিক উদ্বোধন।

সংগঠনের মডারেটর লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, গবেষণা সংসদের ধারণা নতুন কিছু নয়। বিভিন্ন ক্যাম্পাসেই এরকম গবেষণা সংসদ রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের গবেষণামনস্ক করে গড়ে তোলা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ গত বছরের ২৬ মার্চ থেকে কাজ করে যাচ্ছে। তবে করোনার কারনে সংগঠন হিসেবে আত্মপ্রকাশ দেরিতে হয়েছে।

আরও পড়ুন