• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ জানুয়ারি, ২০২৪
Designed by Nagorikit.com

কুমিল্লায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত, গ্রেফতার ৩

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীর রানীর বাজার টু রামমালা রোডের বিসিক মোড় এলাকার চেম্বার অফ কমার্সের অফিসের সামনে (৫ জানুয়ারি) রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ককটেল বিস্ফোরণ ও একটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কাউছার (২৮), শাকিল প্রকাশ সাক্কু (২৫) ও সাইমন (২২)।

আজ শনিবার (৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমানের নির্দেশে এসব নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫ জানুয়ারি রাতে কুমিল্লা নগরীতে মোট ৪টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। এছাড়াও, একই দিনে পাচধুরী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তারা অগ্নিসংযোগ করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা এবং ভোটকেন্দ্রে আগুন উভয় ঘটনায় পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর