
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় অবৈধভাবে মাতৃভান্ডারের নাম ব্যবহার করে রসমালাইসহ বিভিন্ন সুইটমিট পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে
জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
সোমবার (১৫ জুলাই) বিএসটিআই কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোঃ হানিফের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কোটবাড়ি বিশ্বরোড হতে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এসময়, প্রায় ১৭টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে “মাতৃভাণ্ডার” এর নাম ও সাইনবোর্ডের ব্যানারে রসমালাইসহ বিভিন্ন সুইটমিট পন্য অবৈধভাবে বিক্রয়-বিতরণ ও বিজ্ঞাপন প্রচার করায় তাদেরকে সতর্ক করে বিক্রয়-বিতরণ বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।
বিএসটিআই কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোঃ হানিফ বলেন, কুমিল্লার অঞ্চলের বিখ্যাত “রসমালাই” পণ্যটি সম্প্রতি জিআই তথা ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। “রসমালাই” পণ্যটির গুণগত মান যাচাইসহ অত্র অঞ্চলের সুপরিচিত “মাতৃভান্ডার” ব্র্যান্ড নাম ব্যবহার করে নামে-বেনামে অসংখ্য প্রতিষ্ঠান রসমালাইসহ বিভিন্ন সুইটমিট পণ্য দেদারসে বিক্রয়-বিতরণ ও বিজ্ঞাপন প্রচার করছে। ভোক্তারা এই বিষয়ে অভিযোগ করেছে। এই অভিযোগের ভিত্তিতেই আমাদের এমন অভিযান। আগামীতেও এই অভিযান অব্যহত থাকবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :