• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় দেবিদ্বারে নির্বাচনের ১১ ঘণ্টা আগে নৌকার প্রার্থীর মৃত্যু

কুমিল্লা জার্নাল

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ১১ ঘণ্টার আগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা গেছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর একটি হাসপাতালে রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার মৃত্যুতে উপজেলার ভানী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি দেবিদ্বার উপজেলার ১২ নং ভানী ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

তিনি জানান, আগামীকাল ৭ ফেব্রুয়ারি ভানী ইউনিয়নে নির্বাচন। চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যুতে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, হঠাৎ অসুস্থ হলে চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুলকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে মারা যান।

কুমিল্লা জার্নাল.কম/এম এইচ আর

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর