![কুমিল্লা জার্নাল]( https://comilla-journal.com/wp-content/uploads/2021/12/received_591334622145014.webp )
গাজী মামুন : লালমাই, কুমিল্লা।
আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে প্রচারণার অংশ হিসেবে লালমাই উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেছে বিএনপি।
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে রবিবার (২০ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, মিছিল ও শোডাউন করেছে বিএনপি নেতারা।
উপজেলার হাজতখোলা বাজারে বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ ভুশ্চি, গৈয়ারভাঙ্গা, যুক্তিখোলা, প্রেমনল, বেলঘর, ইছাপুরা, দরবেশপাড়া হয়ে আটিটি বাজার এসে শেষ হয়।
এ-সময় গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপি নেতা এডভোকেট আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এবিএম ওমর ফারুক সুমন, বিএনপি নেতা ইউসুফ আলী মীর পিন্টু, নিজাম উদ্দিন, সদর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফজলুল হক মিন্টু, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, জেলা যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির রনি, যুবদল নেতা আবু হানিফ, উপজেলা ছাত্রদল নেতা অভি ভূঁইয়া সহ অনেকে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :