• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩
Designed by Nagorikit.com

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

জাহিদ হাসান নাইম||

কুমিল্লায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ তকদীর হোসেন জলিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ ।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।

গ্রেপ্তারকৃত জলিল সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে সদর দক্ষিণে উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জলিলকে (৪০) কে দেহ তল্লাশী করে কোমড়ের পিছনে গুজানো অবস্থায় ম্যাগজিন সংযুক্ত একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন পুলিশ।

গ্রেপ্তার জলিলের হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বলেন, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো।

এছাড়া জলিলের বিরুদ্ধে পূর্বে ০৮টি মাদক মামলা, ০১টি অস্ত্র মামলা, ০২টি ডাকাতি মামলা, ০২টি দস্যুতা ও ০২টি অন্যান্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর