• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

কুমিল্লা জার্নাল

কুমিল্লায় মালবাহী একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর চারটার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটেছে। এতে ঢাকা চট্টগ্রাম ও নোয়াখালী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৪ নং মালবাহী কন্টেইনার ট্রেনটি কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে প্রবেশের সময় হঠাৎ এর তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে । এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়ক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ
বলছে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বেশকিছু মালবাহী এবং যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী জানান,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ভোর চারটার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি বগি লাইনচ্যুত হয়, খবর পেয়ে লাকসাম আখাউড়া রেলওয়ে জংশন থেকে একাধিক উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতিমধ্যে একটি ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। শিগগিরই এই উদ্ধার তৎপরতা শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর