• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৫ জানুয়ারি, ২০২৪
Designed by Nagorikit.com

কুমিল্লায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে টহল দিচ্ছে বিজিবি

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় কুমিল্লায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সকাল-থেকে রাত পর্যন্ত কুমিল্লায় ৯টি নির্বাচনী এলাকায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে সীমান্ত এবং নির্বাচনী দুর্গম এলাকায় টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সরেজমিন গত শুক্রবার থেকে জেলার ৯টি নির্বাচনী এলাকায় ২৭ প্লাটুন বিজিবি সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রতিটি প্লাটুনে ৩০জন করে প্রায় ৪১০ সদস্য রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধের পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই মাঠে নামানো হয়েছে বিজিবিকে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করাই তাদের কাজ বলে জানান সংশ্লিষ্টরা।

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর