রুবেল মজুমদার ।।
বুধবার দিবাগত রাত ১০টায় কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইলের সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এ কথা নিশ্চিত করেছেন। নিহত সাংবাদিক চান্দিনা উপজেলার আনন্দ টিভির প্রতিনিধি বলে জানা গেছে। ।
স্থানীয় জানায়, বুড়িচং উপজেলার শংকুচাইলের সীমান্তবর্তী রাত ১০ দুইজন লোক মহিউদ্দিনকে গুলি করে পালিয়ে যায়,পরে বিজিবির সহযোগিতা দুইজন যুবক উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ।
স্থানীয় সাংবাদিক ফারুক আহমেদ জানান, বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি রাজু গং এর এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হয়। নিহত সাংবাদিক মহি উদ্দিন কুমিল্লার ব্রাক্ষ্মনপাড়া উপজেলার মালপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের সরকার বাড়ির পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন সরকারের ছেলে।
সাংবাদিক মহিউদ্দিনের লাশ বর্তমানে সাংবাদিক মহিউদ্দিনের লাশ বুড়িচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্দ্বতন কর্মকর্তাগন পরিদর্শন করেন।
রাত পোনে বারটায় কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, শুনেছি, চোরাকারবারীদের গুলিতে একজন নিহত হয়েছে । তবে সাংবাদিক কি না জানিনা। বিষয়টি আমরা দেখছি।
আপনার মতামত লিখুন :