• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ৬ জুলাই, ২০২৩
Designed by Nagorikit.com

কুমিল্লার নতুন ডিসি মুশফিকুর রহমান

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোস্তাফিজুর রহমান ।।

কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসাবে ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মু. মুশফিকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি পাবনা জেলার সুজানগর এলাকার বান্দিসা । এর আগে তিনি ২৭ তম বিসিএস উত্তীর্ণ হয়ে গাজীপুর কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেন ।

গতকাল বৃহস্পতিবার রাতে মুঠোফোনে মু. মুশফিকুর রহমান বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক জেলা। ইতিহাস ও শিক্ষা ঐতিহ্যময় এলাকা কুমিল্লা । সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি সিদ্ধান্তগুলো আমি সবসময় পালন করব। কুমিল্লাতে কাজ করবো এটা সত্যিই আমার জন্য গর্বের বিষয়। আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে কুমিল্লায় কিছু ভালো কাজ করতে চাই।

এছাড়া দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- ঢাকা, রাঙ্গামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ফেনী ও গাজীপুর।

মোস্তাফিজ/কুমিল্লা জার্নাল 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর