• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লার মাঠে বসুন্ধরার বিপক্ষে মোহামেডানের ড্র – কুমিল্লা জার্নাল

কুমিল্লা জার্নাল

রুবেল মজুমদার:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে হাজার দশতেক দর্শকের উপস্থিতে শনিবার বসুন্ধরার বিপক্ষে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে ড্র নিয়ে মাঠ ছাড়েন মানিক মিয়ার দল।

৯ মিনিটে বসুন্ধরা কিংস ইয়াসিন আরাফাতের তুলে দেওয়া বল ক্লিয়ার করতে গিয়ে ব্যাক পাস দেন আলমগীর মোল্লা। সেটা গোলকিপার আহসান হাবিব বিপু বক্সে হাত দিয়ে ধরলে ইনডিরেক্ট ফ্রি কিক পায় কিংস। দুর্ভাগ্য যে মিগেল ফিগেইরা সুযোগ কাজে লাগাতে পারেননি মতিন মিয়া ।মোহামেডান আগে গোল করলেও ম্যাচ জিততে পারেনি।
মাঠের শুরুতে প্রতি আক্রমণে গিয়ে ৯ মিনিটের মাথায় দারুণ এক গোলে এগিয়ে যায় মোহামেডান। বক্সের বেশ বাইরে থেকে দূর পাল্লার জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ ফুটবলার শেখ মোরসালিন। গোলকিপার আনিসুর রহমান জিকোর চেয়ে থাকার ছাড়া আর কোনো উপায় ছিল না । টানা দুই ম্যাচে শেখ মোরসালিন দ্ইু গোল নজর কেড়েছে দর্শকদের।

এর প্রায় ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ নষ্ট করেন জাফর ইকবাল। সোলেমানের থ্রু পাসে অফ সাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েছিলেন জাফর। কিন্তু গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের বাঁধা এড়িয়ে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। জাফরের চিপ শট ক্রসবারের ওপর দিয়ে গেছে।

তবে অস্কার ব্রুজনের দল সমতায় ফেরান ৩৪ মিনিটে। আরাফাতের কাটব্যাক ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল।

বিরতির পর বসুন্ধরা চেষ্টা করেছে ব্যবধান বাড়িয়ে নিতে। ৫৫ মিনিটে বিপলুর বাড়ানো পাসে রবসন রবিনহোর টোকা পোস্ট ছেড়ে বের হয়ে আটকেছেন গোলকিপার হাবিব বিপু।তবে বিরতির পর একাধিক গোল মিস করেন মানিক মিয়ার শিষ্যরা ।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা ১৮ ম্যাচে তৃতীয় ড্রতে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে মোহামেডান অষ্টম ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর