
জাহিদ হাসান নাইম ||
কুমিল্লার র্যাব ১১ সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী বাজার এলাকা
হতে ২০.৭ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এর স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে জানানো হয়, সোমবার (১৮ জানুয়ারী) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ধরা পড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী। এসময় তার কাছ থেকে মাদকদ্রব্য সহ ১টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, লক্ষীপুর জেলার সদর থানার শ্যামগঞ্জ গ্রামের মোঃ সুজন হোসেন সুজা এর ছেলে মোঃ মোক্তার হোসেন (২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা সহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা যায়।
CJ/zahid
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :