• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ৩০ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ভস্মিভূত

কুমিল্লা জার্নাল

কুমিল্লার বরুড়ায় অগ্নিকান্ডে মালামালসহ ৯টি দোকান ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।

বুধবার(৩০মার্চ) দিবাগত বরুড়ায় পৌর শহরের নিশ্চিন্তপুর নামক বাজারে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানা,নিশ্চিন্তপুর বাজারে ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরের সার ও কীটনাশকের দোকানে বৈদ্যুতিক মিটার বিস্ফোরনের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান সমূহে ছড়িয়ে। এতে বাজারের ৯টি দোকানের নগদ টাকা ও মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এ অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ হয়েছে বরে ব্যবসায়ীরা জানায়।

এবিষয পৌরসভার মেয়র মো. বখতিয়ার হোসেন ক্ষতিগ্রস্থ বাজার পরির্দশন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে আর্থিক সহযোগীতার আশ^াস প্রদান করেন।

আরও পড়ুন

  • লিড এর আরও খবর