• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ১১ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুমিল্লা জার্নাল

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লায় বর্ণিল আয়োজনে আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার  (১১ মার্চ) সকাল ১০টায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়াতনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করা হয়।এসময় কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম দুলাল,সনাক কুমিল্লা জেলার সভাপতি শাহ মো.আলমগীর খান, কুমিল্লা মহানগর কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া,সভাপতিত্ব করেন আনন্দ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি।

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর কলেজ অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম দুলাল,এস এ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি।  ।পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সি টি ভি নিউজের ওমর শারিদ বিধান।

উপস্থিত ছিলেন এস এ  টিভির কুমিল্লার প্রতিনিধি আনোয়ার হোসেন, গ্লোবাল টিভির সাইফুল ইসলাম সুমন, দৈনিক আজকের জীবনের নেকবর হোসেন, দৈনিক ভোরের কলামের হাবিবুর রহমান মুন্না,সিটিভি নিউজের ওমর শারিদ বিধান, কুমিল্লার আলোর শাহানাজ বেগম,আনন্দ টিভির ক্যামেরাম্যান সবুজ রহমান,প্রভাষক খাইরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন,জাফর সাদিক, জাহিদ হোসেন, রনি,নায়েব আলী, তুহিন সহ কুমিল্লায় কর্মরত  ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আনন্দ টিভির ৪র্থ বছর শেষ করে ৫ম বছর পদার্পণে সারাদেশে আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও চমৎকার বিষয়গুলো উপস্থানের মাধ্যমে তারা পাঠকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। ভালো সংবাদ ও সাংবাদিকতার মাধ্যমে আনন্দ টিভি আরও বহুদূর এগিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে আগত অতিথিরা কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

কুমিল্লা জার্নাল.কম/মুন্না

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর