• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ২২ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় আসছেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

জাহিদ হাসান নাইমঃ

“একদিকে মেঘেদের দিনে নির্বাসনে ছদ্মবেশ,
অন্যদিকে তোমার নামে সন্ধ্যা নামার থাকছে রেশ।
প্রিয়তম অসুখের অর্ধবৃত্তে এখন আর শেষ অধ্যায় নেই।
তাই কাজল চোখের শব্দমালার প্রিয়তম অসুখের ভিড়ে অনবদ্য সে-ই।”

হ্যাঁ, বলছিলাম জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের কথা যার পাঠকপ্রিয়তা দেশব্যাপী চর্চিত। আর পাঠকের সেই প্রিয় লেখক এই প্রথমবারের কুমিল্লার পাঠক সমাজের মুখোমুখি হতে চলেছেন। লেখকের আগমনের এই বিশেষ মুহুর্তকে ঘিরে কুমিল্লার পাঠকদের জন্য থাকছে ‘সমতট পড়ুয়া’ নামক একটি সাহিত্য সংগঠনের নান্দনিক আয়োজন যার নাম ” জীবনের গল্প, গল্পের জীবন” ।

আগামী ২৬শে আগষ্ট, শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় লেখকের পদচারণায় মুখরিত হবে কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত টাউনহল প্রাঙ্গনের বীরচন্দ্র মিলনায়তন। এই আয়োজনে, সবার উপস্থিতি কামনা করছেন আয়োজকরা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর