• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

কুমিল্লায় ইয়াবাসহ ৩ যুবককে আটক

কুমিল্লা জার্নাল

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লার সদর দক্ষিণে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) সকাল ৮ টার সময় সদর দ‌ক্ষিণ উপজেলার বিজয়পুর রেল‌গেইট এলাকায় বিশ্ব‌রোড পদুয়ার বাজার হ‌তে চাঁদপুরগামী পাকা রাস্তার উপর চট্টগ্রাম থে‌কে চাঁদপুরের হাজীগঞ্জ যাওয়ার প‌থে এক‌টি পুরাতন পিকআপে তল্লাশি করে ইয়াবাসহ ৩ জনেক আটক করা হয়।

আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার ই‌লিয়টগঞ্জ এলাকার শুইলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ স‌জিব হোসেন (২০) , হ‌বিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত জনাব আলীর ছেলে মোঃ রুহুল আ‌মিন @ রুবেল (২৭) এবং বি-বাড়িয়া জেলার না‌ছিরনগর গ্রামের ছাতলপাড় গ্রামের মোঃ মোতা‌লেবের ছেলে মোঃ মহ‌সিন (১৯)। আটকককৃতরা দীর্ঘদিন ধ‌রে অ‌ভিনব কায়দায় গাড়ির মাধ‌্যমে চট্টগ্রাম ও কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ ক‌রে দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে সরবরাহ ক‌রে আসছে। আটককৃত‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা দা‌য়ের প্রস্ত‌তি চল‌ছে।

কুমিল্লা ডিবি পুলিশ অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।

কুমিল্লা জার্নাল.কম

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর