কুমিল্লায় উত্তর বারিধারাকে ৪-২ গোলে উড়িয়ে দিল আবাহনী
রুবেল মজুমদার
খেলা শুরুতে গোলের দেখা পাওয়া চট্টগ্রাম আবাহনীকে পাল্টা জবাব দিতে পারেনি উত্তর বারিধারাকে । তাদের হারিয়ে বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে বন্দরনগরীর দলটি।
বৃহস্পতিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) ৫১ তম ম্যাচে চট্টগ্রাম আবাহনী উত্তর বারিধারা ক্লাবকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে বিশাল ব্যবধানে জয় লাভ করে ।।
খেলা শুরুতে ১২ মিনিটের মাথায় পেনাল্টি শটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে প্রথম গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইভগেনি কসনেভ ।খেলার ১৪ মিনিটের মাথায় পুনরায় প্রতিপক্ষের জালে গোল আবার ও গোল করেন ইভগেনি কসনেভ ।২৮ মিনিট পরেই থেকে পুনরায় প্রতিপক্ষের জালে ৩য় গোলটি করেন ইভগেনি কসনেভ । গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় আবারো উত্তর বারিধারা ক্লাবের জালে ১৭ নম্বর জার্সি পরিহিত আফগান খেলোয়াড় অমিদ পোপাল জে ৪র্থ ও দলের পক্ষে শেষ গোলটি করেন।
দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাবের ৫ নম্বর জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়াড় সেইডোসটন ফজিলব (ংধরফফড়ংঃড়হ ভড়ুরষড়া) দলের পক্ষে প্রথম গোলটি করেন।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাব এর পক্ষে দ্বিতীয় গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়াড় ইভজেনটি কোচনেব (বামবহঃু শড়পযহবা)
পরবর্তীতে কোন দলই আর গোল করতে না পারায় ৪-২ ব্যবধানে চট্টগ্রাম আবাহনীর জয় নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুল হক রিফাত।এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।
আপনার মতামত লিখুন :