নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি ।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০দশমিক ৪%।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ১০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৬ফেব্রুয়ারি বিকেল থেকে ৭ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ৩৮১জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৪১জন,মুরাদনগর ০২ জন,লাকসাম ০৮জন,বুড়িচং০৬জন,বরুড়া ০৫জন,আর্দশ সদর০১ জন, মনোহরগন্জ ০৫ জন,ব্রাক্ষণপাড়া ০৬জন,চান্দিনা ০৪জন,মেঘনা০২ জন,সদর দক্ষিণ ০৬জন,দেবিদ্বার ০২জন, নাঙ্গলকোট০১ জন,চৌদ্দগ্রাম ০৫ জন।
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭১জন। আজকের মৃত্যু বুড়িচং০২জন,দেবিদ্বার ০১ জন,মনোহরগন্জ ০১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৫০ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২০জন,বুড়িচং ১০ জন,বরুড়া ১০জন,হোমনায় ১০জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৮৯৮জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।
কুমিল্লা জার্নাল.কম/এম এইচ আর
আপনার মতামত লিখুন :