• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুন, ২০২২
সর্বশেষ আপডেট : ২০ জুন, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই

কুমিল্লা জার্নাল

 

রুবেল মজুমদার।।

কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

সোমবার(২০জুন) দুপুর ২টায় কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের পানি উচ্চতা পরিমাপে দেখা যায় ৯.৯ মিটার উচ্চতায় গোমতী প্রবাহমান। এ উচ্চতা পরিমাপ করা হয় টিক্কারচর এলাকায়।

যেখানে পানি উন্নয়ন বোর্ড গোমতীর বিপৎসীমার একক হিসেবে ধরেছেন ১০.৭৫ সে.মি.। আগাম পুর্ভাবাসে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ২৫ জুন পর্যন্ত পানি বৃদ্ধি পেতে থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান ।

এদিকে গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় চর ডুবে গেছে যার ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। গোমতীর চরে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত থেকে অসময়ে ফসল তুলে নিচ্ছেন কৃষকেরা।চরের ফসলি জমিতে নদীর পানি উঠে যাওয়ায় ২৫০ শতক জমির মূলা আগাম তুলে ফেলতে হচ্ছে। ঢেড়শ ক্ষেতও ক্ষতিগ্রস্ত। লাউ- ঝিঙ্গা গাছের গোড়ায় কাঁদা জমে গাছ মরে যাবার উপক্রম। আগামী দুই তিন দিন পানি থাকলে সব গাছ মরে যাবে।

এছাড়া আর্দশ সদর উপজেলা গোমতীর চরের
জগন্নাথপুর এলাকার বাসিন্দা জসিমের বসতঘরে কোমর অব্ধি পানি,তাই ঘরের মালামাল সরাতে ব্যাস্ত।

একই এলাকার কৃষক মোঃ মামুন সরকার বলেন ,প্রায় ২৫০ শতক মূলা আগামা তুলে ফেলতে হবে। ৬ লাখ টাকার সবজি বিক্রি করার কথা থাকলেও মাত্র ২ লাখ টাকায় বিক্রি করতে হবে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর