মোহাম্মাদ শরীফ
কুমিল্লায় বরুড়া উপজেলার একসঙ্গে জন্ম নেওয়া দুই জমজ বোনের নাম রাখা হলো পদ্মা ও সেতু।
মঙ্গলবার (২১জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই জমজ শিশুর জন্ম হয়। তপদ্মা ও সেতুর নাম হয় বলে সাংবাদিকদের জানান বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।
তিনি আরো বলেন ,বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) বাচ্চা জমজ দুই কন্যাশিশুর জন্ম দেন। প্রথম বাচ্ছা সকাল ১০টা ও ২য় সন্তান সকাল ১২টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। তাদের দুইজনের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
শিশুদের মা ঝুমুর আক্তার বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু কয়েকদিন পর চালু হবে।আমার ইচ্ছা ও পরিবারের সিন্তান্ধ অনুযায়ী বড় মেয়ে নাম পদ্ম ও ছোট মেয়ের নাম সেতু রেখেছি।
নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় উল্লেখ করে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহারসামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসা সুবিধাসহ চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সুবিধা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময়ই অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বিনামূল্যে তাদেরকে সবধরনের সেবা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :