কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে রোববার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ লাইন্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
ইফতার মাহফিলে সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট জনেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ফারুক আহমেদ মহান আল্লাহ পাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মহামারি করোনা মোকাবিলায় অসামান্য ভুমিকার জন্যে।
আপনার মতামত লিখুন :