• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ৮ এপ্রিল, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

কুমিল্লা জার্নাল

গাজী মামুন: লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী।

নিহত আবদুল মান্নান (৬২) জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে। তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী ছিলেন।

 

নিহতের ছেলে গোলাম মোস্তফা বলেন, আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে বিশ্বরোড এলাকায় বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন বাবা। ফেরার পথে ট্রেনের কাটা পড়ে মারা যান তিনি।

 

এ ঘটনায় এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, পদুয়ার বাজার এলাকায় আবদুল মান্নানের ছেলের শ্বশুর বাড়ি। সেখানে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন তিনি। ছেলের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের একশত গজ পূর্বে মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর