• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ৬ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুমিল্লা জার্নাল

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লায় বর্ণিল আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার  (৬ মার্চ) সকাল ১১টায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়াতনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করা হয়।এসময় কুমিল্লা প্রেস ক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
সভাপতিত্ব করেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকির।

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন
দৈনিক আমাদের সময় কুমিল্লার স্টাফ রিপোর্টার সাঈদ মাহমুদ পারভেজ, দৈনিক ইনকিলাবের কুমিল্লা স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন,দৈনিক যুগান্তরে কুমিল্লা ব্যুারো প্রতিনিধি আবুল খায়ের, মাইটিভি কুমিল্লার প্রতিনিধি আবু মুসা, স্পাইসি টিভির কুমিল্লার প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকির।পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির

উপস্থিত ছিলেন দৈনিক দেশ টিভির কুমিল্লার প্রতিনিধি ফিরোজ মিয়া, লেখক ও সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, দৈনিক দেশ প্রতিক্ষণ কুমিল্লার স্টাফ রিপোর্টার মনির হোসেন, দৈনিক আজকের জীবন কুমিল্লার প্রতিনিধি নেকবর হোসেন, পথিকৃৎ কুমিল্লার সুমন কবির ,নিউজ বাংলার কুমিল্লার প্রতিনিধি মাহফুজ নান্টু, ফটো সাংবাদিক এন কে রিপন,দৈনিক সকালের সময় কুমিল্লার প্রতিনিধি আমেনা বেগম শিউলী,এস এ টিভির আনোয়ার হোসেন, দূর্নীতির সন্ধানে ম্যাক রানা, আজকের কুমিল্লার ইসতিয়াক আহমেদ,কুমিল্লা কথার জামাল হোসাইন,দৈনিক লাখো কণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার, দৈনিক ভোরের কলামের হাবিবুর রহমান মুন্না,  আমোদের শরীফ হোসেন,  ফারুক আজম, রাজিব সাহা, রানা, জুয়েল মজুমদার, ফৈরদোস মাহমুদ মিটু,শাহিন আলম,মোঃ মোতালেব হোসেন ভূইয়া সহ কুমিল্লায় কর্মরত  ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক দেশ রুপান্তর  মাত্র ৩য় বছর সময়ে সারাদেশে আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও চমৎকার বিষয়গুলো উপস্থানের মাধ্যমে তারা পাঠকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। ভালো সাংবাদিকতার মাধ্যমে দৈনিক দেশ রুপান্তর আরও বহুদূর এগিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে আগত অতিথিরা কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

কুমিল্লা জার্নাল.কম/মুন্না

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর