• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৪ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

ইঁদুর মারার ফাঁদ তৈরি করতে গিয়ে প্রাণ গেলো প্রবাসীর

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

রুবেল মজুমদার ।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ষোলনল উত্তরপাড়া এলাকায় ধানক্ষেতে ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৪ অক্টোবর ) সকালে বাড়ির পাশে প্রবাসীর নিজের জমিতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া (৪০) ষোলনল এলাকার হুমায়ুন কবিরের পুত্র। সে গত ৫ দিন আগেই সৌদি আরব থেকে দেশে আসেন।

নিহতের বাবা হুমায়ূন কবির জানান, তার ছেলে সকাল ৯ টায় বাড়ী পাশের নিজের জমিতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করার সময় ভুলক্রমে বিদুতের তাড়ে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, সকালে বাড়ীর পাশে নিজের জমিতে পরে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে মানিক মিয়ার মৃত্যু হয়। নিহতের দুটি ছেলে আছে। বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে

রুবেল /জার্নাল

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর