রুবেল মজুমদার।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে
সোনাপুর গ্রামের বাড়ি পাশে গোসল করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে ১টায় দিকে চৌদ্দগ্রাম বাতিসার গ্রামের সোনাপুর মধ্যম পাড়া মসজিদের পুকুর গোসল করতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- একই বাড়ির জালাল আহমেদের ছেলে মো ফাহিম(৮)) বেলাল হোসেনের ছেলে মো.ফাওয়াজ(৭) তারা দুইজন স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল,সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয় বাসিন্দা মানিক মিয়া বলেন, গোসল থেকে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পাড়ে তাদের দুইজনের জুতা পড়ে থাকতে দেখা যায়। তারা পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজির পর দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। রাতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এবিষয় চৌদ্দগ্রাম থানা ওসি শুভ রঞ্জন চাকমা বলেন,বিষয়টি আমরা শুনছি,বিস্তারিত জেনে আপনাদের জানাবো।
আপনার মতামত লিখুন :