• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ৬ জানুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় বাসের ধাক্কায় নারীশিশুসহ নিহত ৪

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

রুবেল মজুমদার।।

কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসামক্রসিং হাইওয়ে থানার উপপিরদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলার লালমাই উপজেলার পরতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার (৫৫)পারুল বেগম (৪৫)জান্নাতুল মাওয়া (০১),গোলাপ নাহার (৬০)।

লাকসাম হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসীমউদ্দিন বলেন, নোয়াখালী থেকে কুমিল্লায় আসা বিআরটিসির একটি বাস কালিয়াচৌ এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন আহত দুইজন মারা যায়। মরদেহ চার লাকসাম হাইওয়ে থানায় রাখা হয়েছে।

তিনি আরো বলেন,,স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর