• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় বাস চাপায় দুই কলেজছাত্রের মৃত্যু

কুমিল্লা জার্নাল

কুমিল্লার দেবিদ্বারে বাস চাপায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট অঞ্চলিক মহাসড়কের উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রবিউল ইসলাম (২০) দেবিদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। অপর নিহত সজিব হোসেনের (১৯) বাড়ি উপজেলার বড় আলমপুরে। তারা দুই জনেই উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে পরিদর্শক মাসুদ জানান, দুপুর ১টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে বাসটি বেগমাবাদ এলাকায় পৌঁছলে কলেজ থেকে ফেরার পথে বাসটি তাদের চাপা দেয়। এতে বাইকচালক রবিউল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আরোহী সজিব হোসেনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর