• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ১৬ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় বিনামূল্য অর্ধশত প্রশিক্ষণার্থী পাচ্ছেন ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ

কুমিল্লা জার্নাল

মাহফুজ নান্টু।।

কুমিল্লা। কুমিল্লায় অর্ধশত প্রশিক্ষণার্থীকে বিনামূল্য ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জেলার আদর্শ সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রশিক্ষণ চলছে। বুধবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া প্রশিক্ষণ সপ্তাহে দু’দিন করে দু’মাস ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে। এর আগে রোববার আদর্শ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল। প্রশিক্ষণের বিষয়ে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশাকরি এমন প্রশিক্ষণে অনেক উদ্যোক্তা তৈরী হবে। যারা প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যােক্তা তৈরীর করা বলেছেন। সে আহবানে সাড়া দিয়ে আমরা প্রথম পর্যায়ে ৫০ জন তরুন তরুনীকে প্রশিক্ষণ দিচ্ছি। পর্যায়ক্রমে আরো তরুন তরুনীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর