• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ৩ এপ্রিল, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় বেশি দামে গরুর মাংস বিক্রি করায় জরিমানা

কুমিল্লা জার্নাল

কুমিল্লা প্রতিনিধি: রমজানের প্রথম দিনে ৬৫০ টাকা কেজির গরুর মাংস ৭০০ টাকায় বিক্রি করায় কুমিল্লা নগরীর একটি দোকানকে জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৩ এপ্রিল) নগরীর বাদশা মিয়ার বাজারের ‘ভাই ভাই গোশত দোকান’কে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ভোক্তা অধিকার জানায়, অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় ভাই ভাই গোস্তের দোকানকে ২ হাজার টাকা, বেশি দামে চিনি বিক্রি করায় রুমা ট্রেডার্সকে ৪ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখায় নুসরাত স্টোরকে ২ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে সতর্ক করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া এলাকার তরমুজ ব্যবসায়ীদের ক্রয় ভাউচার যাচাই করা হয়। অন্যায্য মূল্য না রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। অভিযানে ব্যবসায়ীদের পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়। রমজানে যাতে অযাচিতভাবে পণ্যের
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, ‘মাংস বাড়তি দামে বিক্রি করায় আমরা জরিমানা করেছি, এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর