কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিনসহ ১৫ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় কুমিল্লার আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী আ হ ম তাইফুর রহমান বলেন, ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনের দু’টি মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ছাত্রদল, যুবদল ও বিএনপির মোট ১৬ জন হাজিরা দিতে আসে। এদের মধ্যে ১৫ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয় এবং একজনকে জামিন দেওয়া হয়।
এমএসপি
আপনার মতামত লিখুন :