• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা জার্নাল

হাবিবুর রহমান মুন্না ||

কুমিল্লায় লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

শুক্রবার (৪ফেব্রুয়ারি) দুপুর ১টায় চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাজিরাবাজার এলাকায় মদিনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন -বুড়িচং উপজেলার পারুরায়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মো.মোরশেদ।অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও বলেন, ওই দুই যুবক মহাসড়ক দিয়ে নাজিরবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।বিপরীমুখী দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দিলে উভয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের স্বজনরা হাইওয়ে থানায় গিয়ে একজনের মরদেহ শনাক্ত করেন। লরিটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।

কুমিল্লা জার্নাল.কম

আরও পড়ুন