হাবিবুর রহমান মুন্না
যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কুমিল্লা নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালসহ, শহীদের স্মরণে নির্মিত ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ,জেলার সামাজিক-সাংস্কুতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান।
কুমিল্লা জার্নাল.কম
আপনার মতামত লিখুন :