• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ২৭ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় সমতট পড়ুয়া’র উদ্যোগে “জীবনের গল্প, গল্পের জীবন” অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল

কুমিল্লা রিপোর্টারঃ

কুমিল্লায় জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের আগমনে সাহিত্য সংগঠন “সমতট পড়ুয়া” কর্তৃক “জীবনের গল্প, গল্পের জীবন” শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন অন্যপ্রকাশ প্রকাশনীর প্রধান নির্বাহী, জনাব মাজহারুল ইসলাম। কুমিল্লার টাউনহলে বীরচন্দ্র নগর মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কথাসাহিত্যিক সাদাত হোসাইনের বক্তব্য ছিল পাঠকসমাজের জন্য বিশেষ প্রাপ্তি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমতট পড়ুয়ার সম্মানিত তত্ত্বাবধায়ক মুক্তি সাহা ঈশিতা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতট পড়ুয়ার সভাপতি স্মরন মজুমদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব শাহজাহান চৌধুরী, জেলা কালচারাল অফিসার জনাব আয়াজ মাহমুদ, সমতট পড়ুয়ার প্রতিষ্ঠাকালীন প্রধান সংগঠক জনাব সাইফুল ইসলামসহ কুমিল্লার স্বনামধন্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সমতট পড়ুয়া কর্তৃক কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবং জনাব মাজহারুল ইসলামকে সম্মাননা স্মারকে সম্মানিত করা হয়।

 

কুমিল্লাজার্নাল/জাহিদ

আরও পড়ুন

  • লিড এর আরও খবর