রুবেল মজুমদার ।।
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(৩১মার্চ) বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলীতে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার কুলিযোগ গ্রামের মোঃ নাছির উদ্দিন(৫২) এবং তার স্ত্রী মোসাম্মৎ শরিফা আক্তার (৪৫)
তথ্যটি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নাছির উদ্দিন, আরোহী ছিলেন তার স্ত্রী শরিফা আক্তার। তারা পদুয়ার বাজার থেকে নিজ বাড়ি দাউদকান্দির কুশিয়ারার দিকে যাচ্ছিলেন।পথে বিশ্বরোড এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, কী ধরনের গাড়ি তাদের ধাক্কা দিয়েছে তা প্রত্যক্ষদর্শীরা নিশ্চিতভাবে বলতে পারেননি।নিহতদের পরিচয় জানার গেছে।আমরা প্রাথমিক তদন্ত শেষে নিহতের পরিবারে কাছে লাশ হস্ততরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :