রুবেল মজুমদার।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৬ষ্ঠ ধাপে ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার(৩১জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৬ষ্ঠ ধাপের জেলা ২১টি ইউপিতে ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন চলছে।
নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। নবীন-প্রবীণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পেরে খুশি তারা।
একাধিক কেন্দ্র ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এবারই প্রথম ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট। তাই তাড়াতাড়ি কেন্দ্রে চলে এসেছি, যদি কোনো সমস্যা হয়।’
সরেজমিনে ঘুরে দেখা যায়,মুরাদনগর প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষদের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারদের লম্বা লাইন। ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী ভোটাদের লম্বা লাইন। আবার কোন কোন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম চোখে পড়েছে।
তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত তেমন কোন সহিংস ঘটনা ঘটেনি। নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দলগুলো এই নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে দলটি বিদ্রোহীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আগের পাঁচ ধাপের ধারাবাহিকতায় এবারও ভোটের দিন সহিংসতা হতে পারে বলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে।
এতে চেয়ারম্যান পদে ১’শ ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সবক’টি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আলম জানান, এ উপজেলার একুশটি ইউনিয়নে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য- মুরাদনগর ছাড়া এদিন কুমিল্লার মনোহরগঞ্জের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মনোহরগঞ্জের ১১টি ইউনিয়নে সব চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিন ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অুনষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :