• ঢাকা
  • রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন; লালমাই উপজেলায় সদস্য নির্বাচিত আমির মেম্বার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই (কুমিল্লা)

 

সোমবার (১৭ অক্টোবর) সারাদেশের ন্যায় কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭ উপজেলার মধ্যে ১৫ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান ও ৬ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মাঠে লড়েছেন ৬৬ প্রার্থী। কুমিল্লা’র ১৫ টি উপজেলার ন্যায় ১৪ নং ওয়ার্ড লালমাই উপজেলায়ও সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত ইভিএমে চলে ভোটগ্রহণ। ইভিএমে টাইমার জটিলতার কারণে কয়েক মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয় বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোনায়েদ কবির খান। ভোট গণনা শেষে বিকেল ৩ টায় উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে সংশ্লিষ্ট কর্মকর্তারা ও প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

 

লালমাই উপজেলায় ভোটার মোট ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ জন ও নারী ভোটার ২৮ জন। ফলাফল ঘোষণায় তিন প্রার্থীর মধ্যে তালা প্রতীকের প্রার্থী লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আমির হোসেন (সাবেক মেম্বার) ৪৭ ভোট পেয়ে ১ম (বিজয়ী), ঘুড়ি প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ বিল্লাল হোসেন ৪৬ ভোট পেয়ে ২য় ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী আমির হোসেন ২৫ ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেছেন।

 

জানতে চাইলে বিজয়ী সদস্য আমির হোসেন মেম্বার বলেন, “আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি’কে যিনি আমাকে লিখিতভাবে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যারা আমাকে ভোট দিয়ে আজকে জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন সকল চেয়ারম্যান, পুরুষ ও মহিলা মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি’র স্বপ্নের লালমাই উপজেলাকে মডেল হিসেবে রূপ দিতে এবং এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর