হাবিবুর রহমান মুন্না ।।
নির্বাচনি আচরণবিধি ভাঙার ঘটনায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত ব্যক্তি ১৫ নম্বর বরকামতা ইউনিয়নের নৌকার প্রার্থী নুরুল ইসলাম।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে নবিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দও।
তিনি বলেন, আমরা ওই প্রার্থীকে রাতের বেলায় আলোকসজ্জা ও নিজ কার্যালয়ে তোরণ নির্মাণ করায় প্রাথমিকভাবে সতর্ক করেছি। কিন্তু তিনি আমাদের নির্দেশনাকে তোয়াক্কা না করে সকাল পর্যন্ত আলোকসজ্জা করেছেন এবং কেন্দ্রে একাধিক লোক নিয়ে প্রবেশ করেছেন। তাই তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা জার্নাল.কম/এম এইচ আর
আপনার মতামত লিখুন :